মার্কিন যুক্তরাষ্ট্রে ওভাল অফিসে ভোলদেমির জেলেনস্কির অপদস্থ হওয়ার ঘটনায় যখন বিশ্বজুড়ে তোলপাড়, তখন ইউক্রেনীয় প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়েছে ইউরোপীয় মিত্ররা। জার্মানি, ফ্রান্স, স্পেন, পোল্যান্ড, নেদারল্যান্ড ও পর্তুগালসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা সামাজিক যোগাযোগমাধ্যমে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে জেলেনস্কির প্রতি। শুধু ইউরোপ নয়, ইউক্রেনের সাথে থাকার ঘোষণা দিয়েছে কানাডা-অস্ট্রেলিয়াও।
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের কাছে অপমানিত হওয়ার পর, ভোলদেমির জেলেনস্কিকে সমর্থন জানাতে ওয়াশিংটনে তার হোটেলের সামনে জড়ো হয়েছিলেন সমর্থকরা। ইউক্রেনীয় প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সরকার ও রাষ্ট্রপ্রধানরাও।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে দেয়া পোষ্টে ইউক্রেনের পাশে দাঁড়ানোয় সকলকে ধন্যবাদ জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। কিয়েভের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন পর্তুগাল ও আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী। স্পেন, ডেনমার্ক, লাতভিয়া, স্লোভাকিয়া ও পোল্যান্ডের নেতারাও দাঁড়িয়েছেন পাশে।
ইউরোপের বাইরেও ইউক্রেনের পক্ষে থাকার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। অনেক মার্কিন রাজনীতিবিদও সাফাই গাইছেন জেলেনস্কির পক্ষে।
এদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জেলেনস্কিকে বলেছেন, ‘আমরা আপনার ও ইউক্রেনের সঙ্গে আছি’। মূলত, ইউক্রেন পরিস্থিতি নিয়ে দেশটির ইউরোপীয় মিত্রদের সম্মেলনের আগে লন্ডনে বৈঠক করলেন এই দুই নেতা। সেখানেই জেলেনস্কিকে ‘পূর্ণ সমর্থন’ জানান স্টারমার।
এরপর ইউক্রেনের প্রতিরক্ষা খাতে ২.২৬ বিলিয়ন পাউন্ড ঋণ দিতে চুক্তি করে ব্রিটেন। এই ঋণ ইউক্রেনের সামরিক শক্তি বাড়ানোর উদ্দেশ্যে দেয়া হচ্ছে, যাতে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে আরও শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা যায়।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানান, ইউক্রেন শুধু তাদের সার্বভৌমত্বের জন্যই লড়ছে না, আন্তর্জাতিক আইনের শাসনের জন্যও লড়াই করছে। এটি পুতিনের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে একটি গণতান্ত্রিক দেশের সংগ্রাম। এ লড়াইয়ে শেষ পর্যন্ত ইউক্রেনের সাথে থাকবে অস্ট্রেলিয়া।
অকুণ্ঠ সমর্থন দেয়ার জন্য বিশ্ব নেতাদের ধন্যবাদ জানাচ্ছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। তার পক্ষে অবস্থানকারীদের একের পর এক পোস্ট শেয়ার করে প্রকাশ করছেন কৃতজ্ঞতা।
00:01