পদত্যাগে বাধ্য করা হয়েছে!!!


 শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করা প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। আজ সোমবার পদত্যাগের খবর নিজেই নিশ্চিত করেন তিনি।


আমিনুল ইসলাম বলেন, ‘আমি শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর পদ থেকে পদত্যাগ করেছি। তবে কী কারণে পদত্যাগ করেছি, তা নিয়ে কিছু জানাতে চাচ্ছি না।এদিকে আমিনুল ইসলামের পদত্যাগ ইস্যুতে নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, নিজেদের মতো লোক বসাতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম স্যারকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। সব সেক্টরে তারা এনজিও ব্যক্তিত্ব ছাড়া বিশ্বাস করতে পারছে না। ওই পোস্টের মন্তব্যের ঘরে তিনি আরো লিখেছেন, পদত্যাগ না করলে অব্যাহতির হুমকি দেওয়া হয়েছে।গত নভেম্বরে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী নিয়োগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাদের মধ্যে শিক্ষার দায়িত্বে ছিলেন অধ্যাপক এম আমিনুল ইসলাম।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post