ছিন্নমূল ও অসহায় পথশিশুদের সঙ্গে পবিত্র রমজানের প্রথম রোজার ইফতার করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ রবিবার উপদেষ্টার ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে।
উপদেষ্টার ফেসবুক পেজের স্ট্যাটাসে বলা হয়েছে, ‘খাবারের সাথে যদি একটু ভালোবাসা জুড়ে দেওয়া যায়, তবেই তারা অনুভব করে, কেউ তাদের পাশে আছেন। রাজধানীর রবীন্দ্রসরোবরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রমজানের প্রথম ইফতার করলেন ছিন্নমূল ও অসহায় পথশিশুদের সঙ্গে।এ সময় শিশুদের মাঝে চকোলেট, ইফতার ও রাতের খাবার বিতরণ করার পাশাপাশি তাদের সঙ্গে হাস্যোজ্জ্বল সময় কাটান তিনি।
একটু সহানুভূতি, হাসি, আনন্দ আর ভালোবাসা নিয়ে তাদের পাশে থাকলে, বোঝা নয় বরং এই পথশিশুরাও বেড়ে উঠতে পারে সঠিক পথে।
00:01