সংকীর্ণতা ভুলে দেশের স্বার্থে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, ‘বাংলাদেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে তরুণ ছাত্রসমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে।’আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি দেওয়া ভাষণে এসব কথা বলেন খালেদা জিয়া।বিএনপি চেয়ারপারসন বলেন, ‘এখনও ফ্যাসিস্টদের দোসর ও বাংলাদেশের শত্রুরা গণ-অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে।’এ সময় দীর্ঘ ১৫ বছর গণতন্ত্রের জন্য নেতাকর্মীরা যে দীর্ঘ আন্দোলন-সংগ্রাম করেছেন তার প্রশংসা করেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘জাতি চিরকাল আপনাদের ত্যাগ স্মরণ রাখবে।’
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘এমন কোনো কাজ করবেন না যেন আপনাদের আত্মত্যাগ বিফলে যায়।’
00:01