হঠাৎ কেন ভারতে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ


 ৪০৮ জন আরোহী নিয়ে ভারতের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে ৩৯৬ জন যাত্রী ও ১২ জন ক্রু নিয়ে ঢাকা থেকে দুবাই যাওয়ার পথে ফ্লাইটটি জরুরি অবতরণ করে।আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ‘টেকনিক্যাল ইস্যু’র কারণে ঢাকা-দুবাই ফ্লাইটটি জরুরি অবতরণ করে। ফ্লাইটে থাকা সকল আরোহী নিরাপদে রয়েছেন। তাদেরকে অন্য একটি ফ্লাইটে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে।নাগপুর বিমানবন্দরে এমন জরুরি অবতরণের ঘটনা এবারই প্রথম নয়। চলতি বছরের জানুয়ারিতে বৈরী আবহাওয়ায় দুটি ফ্লাইট নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post