নিয়ন্ত্রণহীন জন্মনিয়ন্ত্রণ! রাজশাহীতে সংকট, ফার্মেসিতে দাম উর্ধ্বমুখী


যদিও পরিবার পরিকল্পনা অধিদপ্তর বিনামূল্যে জন্মনিয়ন্ত্রণের ঔষধ ও ইনজেকশনসহ অন্যান্য সামগ্রী সরবরাহ করে, রাজশাহীতে গত ছয় মাস ধরে এসব উপকরণের ভয়াবহ সংকট দেখা দিয়েছে। এই সুযোগে স্থানীয় ফার্মেসিগুলো দাম বাড়িয়ে ফেলেছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি সরবরাহ বন্ধ থাকায় তারা বাধ্য হয়ে বেশি দামে ফার্মেসি থেকে এসব পণ্য কিনছেন। যেখানে আগে কম দামে মিলতো, এখন সেখানে প্রতি পণ্যের দাম পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত বেড়েছে। একাধিক পণ্য একসঙ্গে কিনতে গেলে খরচ যেন আরেক লেভেলে চলে যাচ্ছে!

বিক্রেতাদের দাবি, এই দাম বৃদ্ধির পেছনে দায়ী উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সিন্ডিকেট। এক দোকানি বলেন, "আমরা নিজেরা দাম বাড়াইনি, যেভাবে আসছে, সেভাবেই বিক্রি করছি! সবকিছুর দাম বাড়ছে, এটা আমাদের দোষ না!"

সংকট নিয়ে জানতে চাইলে স্থানীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা গা বাঁচিয়ে বলেন, "ঢাকা থেকে যা আসে, সেটাই বিতরণ করি। এর বেশি কিছু জানি না!"

সরকারের তথ্য অনুযায়ী, জন্ম নিয়ন্ত্রণে বিনামূল্যে এক ধরনের ঔষধ, দুই ধরনের ইনজেকশন ও অন্যান্য উপকরণ সরবরাহ করা হয়। কিন্তু বাস্তবে, এসব সামগ্রী পৌঁছানোর আগেই যেন ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে যাচ্ছে!

Post a Comment

Previous Post Next Post