বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি






রাজধানীর বনশ্রীতে আনোয়ার হোসেন (৪৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে রামপুরা বনশ্রী এলাকার ডি-ব্লকের ৭ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
আনোয়ার হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
তাকে হাসপাতালে নিয়ে আসা মুজিবুর রহমান জানান, রাতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার বাসায় ফেরার পথে কয়েকটি মোটরসাইকেল তার পথরোধ করে। তারা তার কাছে থাকা স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আনোয়ার বাধা দিলে দুর্বৃত্তরা তাকে চার রাউন্ড গুলি করে। এরপর তার কাছ থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা লুট করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, পরে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, বনশ্রী থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক স্বর্ণ ব্যবসায়ীকে হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে এবং বর্তমানে তার চিকিৎসা চলমান।
Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post