শিক্ষক-শিক্ষার্থীসহ এই বিশ্ববিদ্যালয়ের সবাই ফ্যাসিস্ট
শিক্ষক-শিক্ষার্থীসহ এই বিশ্ববিদ্যালয়ের সবাই ফ্যাসিস্ট আমলের: ভিসি
উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) চলমান আন্দোলনের জন্য উপ-উপাচার্য, ট্রেজারার ও বিশ্ববিদ্যালয়ের একমাত্র অধ্যাপক মো. মুহসিন উদ্দিনকে দায়ী করে উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেছেন, এই বিশ্ববিদ্যালয় ২০১১ সালে প্রতিষ্ঠিত। সেই সময় থেকে এখন পর্যন্ত যারা নিয়োগ পেয়েছে— শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং যারা শিক্ষার্থী রয়েছে তারা সবাই ফ্যাসিস্ট আমলের। এ পর্যন্ত নতুন কেউ যোগদান করেনি এবং যদি কেউ বলে, আমি ফ্যাসিস্টেদের কেউ না, সেই দাবি করতে পারবে না। তারা সেই আমলেই নিয়োগপ্রাপ্ত এবং আমরা জানি কীভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
চলমান আন্দোলন প্রসঙ্গে উপাচার্য বলেন, জুলাই আন্দোলনেও এ ধরনের ঘটনা ঘটেনি। বিষয়টি ঘটানো হয়েছে। প্রথমে শিক্ষার্থীদের নির্ধারিত কোনও দাবি ছিল না যে কারণে উপাচার্যের বাসভবনে তালা দিতে হবে। এরপর শিক্ষার্থীরা আমার সঙ্গে কথা বলেছে, কিন্তু তাদের মধ্যে কোনও ধরনের ইস্যু ছিল না যার পরিপ্রেক্ষিতে এ ধরনের ঘটনা ঘটানো যায়।
তিনি বলেন, এ ঘটনাগুলোর পেছনে তিনজন মানুষ কাজ করছে। যারা চিঠি দিয়ে বলেছেন আমরা সিন্ডিকেট সভা বয়কট করছি তারাই এর পেছনে ইন্ধন দিচ্ছেন। সরকারের নিয়োগ করা লোক এ ধরনের কথা বলতে পারেন না। এ ধরনের কাজ করতে ওনাদের আইনি বাধা আছে। তারা এ ধরনের কাজ করতে পারেন না। এরপরও তারা এ ধরনের কাজ করে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের কোনও তথ্যই গোপন থাকে না।