
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) আপিল আবেদনের শুনানি আগামী ২ মার্চ অনুষ্ঠিত হবে।
রোববার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।
বিএনপি চেয়ারপারসনের আইনজীবী কায়সার কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে মামলা করে দুদক।
২০১৮ সালের অক্টোবরে আদালত খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দেন। পরে তার আইনজীবীরা রায়ের বিরুদ্ধে আপিল করেন।
রাজনৈতিক পট পরিবর্তনের পর গত ২৭ নভেম্বর হাইকোর্ট তাকে মামলাটি থেকে খালাস দেন।
এর বিরুদ্ধে ১৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ আপিল আবেদন করে, যার শুনানি ২ মার্চ অনুষ্ঠিত হবে।
00:01