শেখ হাসিনার অপরাধের তদন্ত শেষ করতে হবে ২০ এপ্রিলের মধ্যে


  গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত আগামী ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও মো. মহিতুল হক এনাম চৌধুরী।এদিন প্রসিকিউশন সময় আবেদন করলে তা মঞ্জুর করে এ মামলার তদন্ত শেষ করতে নতুন তারিখ দেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম।


এর আগে সকাল সোয়া ১০টার দিকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানসহ মোট ১৬ জনকে। ট্রাইব্যুনালে হাজির করা অপর আসামিরা হলেন—সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী, সাবেক মন্ত্রী ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলম।গত বছরের ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্ট অভ্যুত্থানে হত্যা-গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় শেখ হাসিনা এবং সাবেক ১৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও কর্মকর্তাসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৮ ফেব্রুয়ারির মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেন।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post